বৃহস্পতিবার ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে বুধবার উন্মোচিত হয়েছে ট্রফি। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসা অস্ট্রেলিয়া বিশ্বচ্যাম্পিয়ন হলেও টাইগ্রেসদের মোটেও হালকাভাবে নিচ্ছে না। বরং নিগার সুলতানা জ্যোতির দলকে বেশ সমীহই করছে অজিরা, এমনটাই মনে করেন টাইগ্রেস অধিনায়ক।
“অস্ট্রেলিয়া অবশ্যই বেটার সাইড, তারা বিশ্বচ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে খেলা অনেক বড় একটা অভিজ্ঞতা পুরো দলের জন্য। গত ৬-৭ মাস ধরে আমরা যেভাবে খেলে আসতেছি, তাতে তারাও আমাদের হালকাভাবে নেয়নি, স্কোয়াড দেখেই সেটি বোঝা যায়। বিশ্বকাপও এখানে। সবকিছু মিলিয়ে যতগুলো সিরিজ খেলেছি ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, সবার থেকে তারা(অস্ট্রেলিয়া) বেটার সাইড”- ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জ্যোতি
এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া নারী দল, ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। আগামী অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। সে কারণেই পূর্ণ শক্তির দল নিয়েই এ দেশে এসেছে অজিরা।
অবশ্য বহুল আকাঙ্ক্ষিত এই সিরিজটি দেখা যাবে না কোনো টেলিভিশনে। সবগুলো ম্যাচই দেখতে হবে বিসিবির ইউটিউব চ্যানেলে। ওয়ানডে সিরিজ শেষে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩১ মার্চ।