১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের সূচিতে পরিবর্তন

- Advertisement -

উইন্ডিজদের সঙ্গে সিরিজ শেষে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। সেই তারিখটা হয়তো পিছাতে পারে। কারণ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে- সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে তারা। ৭ দিন পেছানো হয়েছে সিরিজের সূচি।

এই সফরে বাংলাদেশ তিন  ওয়ানডে এবং তিনটা টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ডের সাথে। আগের সূচিতে ১৩ মার্চ প্রথম ওয়ানডে হওয়ার কথা ছিল। বদলে সূচিত প্রথম ওয়ানডে হবে ২০ মার্চ। হ্যাগলি ওভালে দ্বিতীয় ওয়ানডে ২৩ মার্চ। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। প্রথম দুই ওয়ানডে বাংলাদেশ সময় শুরু হবে ভোর চারটায়। আর তৃতীয় ওয়ানডে হবে ডে-নাইট। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে

হ্যামিল্টনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ মার্চ। ৩০ মার্চ নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ১ এপ্রিল অকল্যান্ডে হবে সিরিজের শেষ ম্যাচ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img