২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

আইপিএলে টস টেম্পারিংয়ের অভিযোগ!

- Advertisement -

গত বৃহস্পতিবার আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের টসের ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। যেখানে দেখা যায়, মাটি থেকে টসের কয়েন তোলার সময় ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ সেটি উল্টে ফেলেন। যেটাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টস টেম্পারিং’ বলছেন সমালোচকরা।

টসের কয়েন তোলার পর শ্রীনাথ ঘোষণা দেন মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতেছে। এতে কোনো আপত্তি করেননি বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। তাতে করেই নিন্দুকরা বলছেন নির্দিষ্ট দলকে জেতাতেই এমনটা করেছেন শ্রীনাথা।

টস মুহূর্তের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রথমটি দেখেই ভক্তরা টেম্পারিংয়ের অভিযোগ জানান। তবে দ্বিতীয় ভিডিওটি আরও পরিস্কার ছিল, কিন্তু সেখানে তেমনটি বোঝা যায়নি। এবার ক্যাপশনে লিখা ছিল, এটা পরিস্কার ভিডিও। এবারও যদি কোনো সন্দেহ থাকে, তবে চক্ষু অথবা মানসিক হাসপাতালে যান।

বির্তকের জন্ম দেওয়া ম্যাচটিতে আগে ব্যাট করে ১৯৬ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। মুম্বাইয়ের হয়ে ৫ উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ। জবাবে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটের বড় জয় পায় মুম্বাই। দলের হয়ে ঝড়ো ফিফটি করেন সূর্যকুমার যাদব।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img