জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা ২৮ এপ্রিল, তার আগে ১৭ জন খেলোয়াড়কে নিয়ে আগামী ২৬ তারিখ শুরু হবে তিনদিনের প্রস্তুতি ক্যাম্প। যেই ক্যাম্পে জায়গা হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনের; আছেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব এবং তানভীর ইসলামও।
শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডে থাকা চারজন নেই প্রস্তুতি ক্যাম্পে। তারা হলেন নাঈম শেখ, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।
প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাশ, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার