আইপিএল থেকে এখন আর কিছুই শেখার নেই মুস্তাফিজুর রহমানের, কয়েক দিন আগে গণমাধ্যমে এমনই এক মন্তব্য করেছিলেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। অথচ বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের অফিশিয়াল ফেসবুকে এক ভিডিওবার্তায় মুস্তাফিজ নিজেই জানালেন, আইপিএলের অভিজ্ঞতা ঠিক কতটা কাজে লাগছে তাঁর।
মহেন্দ্র সিং ধোনির সংস্পর্শ এবং চেন্নাই দলে যুক্ত হয়েই বদলে গেছেন ‘দ্য কাটার মাস্টার’। ক্যাপ্টেন কুল’-এর সাথে দলের বোলিং কোচ ডোয়াইন ব্রাভোর ডেথ ওভার নিয়ে পরামর্শ ভীষণ কাজে লাগছে মুস্তাফিজের।
মাহি ভাই (ধোনি), ব্রাভো ডেথ ওভারে ফিল্ডিং সেট আপ নিয়ে কিছু টিপস দিয়েছিল। এই ছোট ছোট জিনিসগুলো আমার খুব কাজে লেগেছে। মাহি ভাইয়ের সাথে মাঠের বাইরে বেশি কথা হয় না। মাঠে উনি নিজে এসেই বলেন, বোলিং কেমন হলে ভালো হতো”-বলছিলেন মুস্তাফিজ
আইপিএলে সফল হলে অন্য যেকোনো খেলাতেই সফল হওয়া সম্ভব বলে মনে করেন টাইগার পেসার। এ প্রসঙ্গে তিনি বলেন, “অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে বড় বড় তারকারা থাকে। এখানে যদি আমি সফল হই, অন্য যে কোনো জায়গায় ভালো খেলা সহজ হবে।”