উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারানায় বুধবার দিবাগত রাত ১টায় সেমির প্রথম লেগের হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এ পর্যন্ত ২৬ বারের দেখায় রিয়ালের ১২ জয়ের বিপরীতে বায়ার্নের জয় ১১ ম্যাচে। অর্থাৎ পরিসংখ্যানেই স্পষ্ট, দুদলের দ্বৈরথ সবসময়ই হাড্ডাহাড্ডিই হতে থাকে। যদিও রেকর্ড সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল ২০১৪ ও ২০১৮ সালে সেমিফাইনালে ও ২০১৭ সালে কোয়ার্টার ফাইনালেই বায়ার্নকে বিদায় করেছে। সেই তিন আসরেই আবার চ্যাম্পিয়ন্স হয়েছিল রিয়াল মাদ্রিদ।
রিয়াল যেখানে লা লিগা জেতার দৌড়ে বেশ ভালোভাবেই এগুচ্ছে, এবারের মৌসুমে জার্মান বুন্দেসলিগায় বায়ার লেভাকুসেনের কাছে ১১ বছরের আধিপত্য হারিয়েছে বায়ার্ন। তাই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা তাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বায়ার্ন তারকা হ্যারি কেইন ইতোমধ্যেই মৌসুমে নিজের ব্যক্তিগত রেকর্ড ৩৫ গোল করে ফেলেছেন। চ্যাম্পিয়ন্স লিগেও ১০ ম্যাচে করেছেন ৭ গোল, আছে তিন অ্যাসিস্টও। অপরদিকে, টুর্নামেন্টে রিয়ালের হয়ে এখন পর্যন্ত সমান সংখ্যক ম্যাচে সর্বোচ্চ ৫ গোল এবং ২ অ্যাসিস্ট করেছেন রদ্রিগো। ৮ ম্যাচে জুডে বেলিংহ্যামের গোল সংখ্যাএবং অ্যাসিস্ট ৪টি।
দুই দলের শেষ চারের দ্বিতীয় লেগের ম্যাচ হবে আগামী ৮ মে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে।