৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

লা লিগায় রাতে মাঠে নামছে রিয়াল-বার্সা

- Advertisement -

শনিবার রাতে ঘরের মাঠে নামছে রিয়াল মাদ্রিদ । সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজের বিপক্ষে লড়বে রিয়াল। ইতোমধ্যে ৩৩ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে টেবিল টপার কার্লো অ্যানচেলত্তির দল। কাদিজের বিপক্ষে ম্যাচ জিতলে আজ অনেকটাই শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে তাদের ।

সমান ম্যাচ খেলে বার্সেলোনা আছে টেবিলের দুইয়ে। রিয়ালের সাথে পয়েন্ট ব্যবধান ১১ । শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে তারা । ৭১ পয়েন্ট নিয়ে জিরোনা আছে ৩ নাম্বারে । রিয়াল-কাদিজের ম্যাচ শেষে জিরোনোর মাঠে খেলতে নামবে জাভি হার্নান্দেজের দলটি। তিনে থাকা জিরোনার বিপক্ষে অনেক কঠিন পরীক্ষাই দিতে হবে কাতালানদের ।

মূলত, মৌসুমের শেষ এল ক্লাসিকোতে রিয়ালের কাছে ৩-২ গোলে হেরে শিরোপার দৌড়ে অনেকটাই পিছিয়ে গিয়েছিলো বার্সা । লা লিগায় দল গুলো মোট ৩৮টি করে ম্যাচ খেলে থাকে । সেখানে , পয়েন্ট তালিকার দিকে তাকালেই দেখা যায় রিয়াল অনেক এগিয়ে আছে ।

রিয়াল আজ জিতলে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৮৭তে । আর বার্সা জিরোনোর বিপক্ষে জিতলে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৭৪। মৌসুমে আরও ৪টি ম্যাচ বাকি থাকলেও রিয়ালকে টপকে টেবিলের একে উঠা অনেকটাই কঠিন হয়ে যাবে বার্সার জন্য ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img