টটেনহামকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে জমজমাট এক লড়াইয়ে আর্লিং হালান্ডের জোড়া গোলে জয় তুলে নিয়ে আর্সেনালকে টপকে লিগের শীর্ষে ফিরেছে পেপ গার্দিওলার দল।
শেষ ৫ বছরে টটেনহামের মাঠে লিগের ম্যাচে জয় না পাওয়া সিটিজেনরা এই ম্যাচে শুরু থেকেই খেলেছে দাপটের সাথে। প্রথম ১৫ মিনিটের মাঝে তিনটি দারুণ সুযোগ পেলেও ফিল ফোডেন, রদ্রি দুজনেই গোল মিস করেছেন। গোলের সুযোগ এসেছিল টটেনহামেও সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে গোলশূন্য সমতাতেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে কেভিন ডি ব্রুইনার বাড়ানো বলে দারুণ এক গোলে সিটিকে এগিয়ে দেন হালান্ড। ম্যাচের ৬৯ মিনিটে সিটি কিপার এডারসন ইনজুরির কারণে মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে নামা স্টেফান ওর্তেগার দুর্দান্ত কিছু সেভে সমতায় আর সমতায় ফেরা হয়নি টটেনহামের। এমনকি ম্যাচের ৮৬ মিনিটে ওর্তেগাকে একা পেয়েও গোল করতে পারেননি সন হিউং মিন। তার শট ডান পা দিয়ে অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন ওর্তেগা। ম্যাচের ৯০ মিনিটে পেনাল্টি থেকে হালান্ড নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড। ফলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।
এই জয়ে ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যান সিটি। সমান ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে নেমে গেছে আর্সেনাল। ১৯ মে লিগের শেষ ম্যাচে ওয়েস্ট হামের বিপক্ষে জয় পেলেই লিগ শিরোপা যাবে সিটিজেনদের ঘরে। অপরদিকে, এই হারে সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নও শেষ হয়ে গেছে টটেনহামের। ৩৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬৩। তবে সমান সংখ্যক ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা।