টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার জন্য রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। সকালে মিরপুরে বাধ্যতামূলক অনুশীলন, দুপুরে অফিশিয়াল ফটোসেশনে অংশ নিয়েছে টাইগাররা। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। প্রথমে ছোট ছোট লক্ষ্য পূরণ করে এগিয়ে যাওয়ার আশার কথা জানিয়েছেন শান্ত, কথা বলেছেন সহ-অধিনায়ক তাসকিন আহমেদের শারীরিক অবস্থা নিয়েও; প্রশংসায় ভাসিয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেনকেও।
“আমি এবং আমাদের দলের প্রত্যেকটা খেলোয়াড়ই প্রত্যাশা করে সবাই খুব ভালো ক্রিকেট খেলব। আমি মনে করি আমরা যদি ছোট ছোট লক্ষ্য নিয়ে আগাই যেমন গ্রুপ পর্ব কীভাবে পার করবো তাহলে আমাদের জন্য পরিকল্পনা করাটাও সহজ হয়। আমরা যে গ্রুপে আছি তুলনামূলকভাবে খুব একটা দুর্বল গ্রুপ নয়। আমাদের জন্য এটা কঠিন হবে। গ্রুপ পর্ব যদি পার করতে পারি তাহলে আলাদা করে সামনেরটুকু নিয়ে পরিকল্পনা করা যাবে”-বলছিলেন শান্ত
বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-সাউথ আফ্রিকা ছাড়াও তুলনামূলক সহজ প্রতিপক্ষ হিসেবে নেপাল ও নেদারল্যান্ডসকে পাচ্ছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টিতে কোনো দলকেই খাটো করে দেখতে রাজি নন শান্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি বিশ্বাস করি টি-টোয়েন্টিতে কোনো ছোট দল, বড় দল নেই। একটা নির্দিষ্ট দিনে আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে যেকোনো দলকেই হারানো সম্ভব।”
ইনজুরির কারণে যুক্তরাষ্ট্র সিরিজে খেলা হচ্ছে না সহ-অধিনায়ক তাসকিন আহমেদের। এমনকি শঙ্কা আছে বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে তাঁকে পাওয়া নিয়েও। তবুও দেশ ছাড়ার আগে আশার কথা শোনালেন টাইগার অধিনায়ক।
“এখনো পর্যন্ত ভাবছি না যে তাসকিন থাকবে না। আশা করছি সে সুস্থ হয়ে যাবে এবং বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই অ্যাভেইলেবেল থাকবে। তাসকিন আমাদের প্রধান বোলার, যদি সুস্থ না হয়ে ওঠে তাহলে বিকল্প খেলোয়াড় নিয়েই আমাদের এগোতে হবে। তবে মেডিকেল বিভাগে কাছ থেকে যে তথ্য আমরা পেয়েছি, তাতে প্রথম ম্যাচের আগেই তাসকিন সুস্থ হয়ে উঠবে বলে আমার বিশ্বাস”, জানিয়েছেন শান্ত
এবারই প্রথম লেগস্পিনার নিয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। রিশাদের প্রশংসা করে শান্ত বলেন, “আমরা খুব ভালো একজন খেলোয়াড় পেয়েছি। বোলিং-ব্যাটিংয়ের পাশাপাশি রিশাদ একজন সেরা ফিল্ডারও। সবমিলিয়ে কমপ্লিট প্যাকেজ। ওর সেরাটা দিয়ে খেলতে পারলে টিম অনেকখানি এগোবে। অধিনায়ক হিসাবে আমার পক্ষ থেকে রিশাদের ওপরে বাড়তি কোনো প্রেশার নেই।”