৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

শান্ত নেতা, লিটন অন্যতম সেরা: হাথুরুসিংহে

- Advertisement -

বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে। শনিবার সকালে একটি ভিডিও প্রকাশ করেছে বিসিবি। যেখানে বাংলাদেশের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে দলের ক্রিকেটারদের নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন।

পারফর্ম্যান্সের কারণে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাশকে নিয়ে সমালোচনা হচ্ছে সবচাইতে বেশি। তবে এই দুই ক্রিকেটারের প্রশংসাই করেছেন হাথুরু।

“শান্ত আমাদের নেতা। খুব ভালো নেতা, সামনে থেকে নেতৃত্ব দিতে জানে। আমার মনে হয় তার হাতে এবার বিশ্বকাপে বড় দায়িত্ব প্রথমবার অধিনায়ক হিসেবে। আমি নিশ্চিত সে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত” – শান্তকে নিয়ে হাথুরু

“লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার। এই বিশ্বকাপে তার কাছ থেকে আমি বড় কিছু প্রত্যাশা করি তার ব্যাটিং দিয়ে। খুবই প্রতিভাবান সহজাত অ্যাথলেট। সে অন্যতম সেরা ফিল্ডারও। যেকোনো পজিশনে ফিল্ডিং করতে পারে। সে স্লিপে, আউটফিল্ডে যেকোনো জায়গায় পারে। খুবই শান্ত থাকে, খেলাটা খুব ভালো বুঝে। দলকে টেকটিক্যালিও সহযোগিতা করে” – লিটনকে নিয়ে হাথুরু

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ দল। তাছাড়া আছে আরও দুই প্রস্তুতি ম্যাচ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img