৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

প্রস্তুত বাংলাদেশের বিশ্বকাপ জার্সি, শীঘ্রই হবে উন্মোচন

- Advertisement -

প্রতিটি আইসিসি টুর্নামেন্টের আগেই জার্সি উন্মোচন করে থাকে দলগুলো। ব্যতিক্রম নয় বাংলাদেশও। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রায় অনেক দলই উন্মোচন করেছে তাদের জার্সি। তবে বাংলাদেশ এখনো জার্সি উন্মোচন করেনি। তবে সেই অপেক্ষা ফুরাচ্ছে। প্রস্তুত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি, শীঘ্রই হতে পারে উন্মোচন। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

জার্সি উন্মোচনের বিষয়ে তিনি বলেন, “আমরা চেয়েছিলাম যুক্তরাষ্ট্র সিরিজের আগে জার্সি উন্মোচন করতে। অন্যান্য দেশের নিজস্ব প্ল্যান থাকে তাই তারা দিয়েছে। আমাদেরও নিজস্ব একটা প্ল্যান ছিল। সেজন্য আমরা ওয়েট করছিলাম আশা করি কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন”

বাংলাদেশের জার্সি ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। প্রতিবারই জার্সিতে কিছু না কিছু বিশেষত্ব রাখার চেষ্টা করে বিসিবি। এবারও জার্সির মাধ্যমে কিছু একটা বার্তা দিতে চায় তারা।

“আমাদের জার্সি অনেক আগেই প্রস্তুত হয়ে গেছে। আমরা প্ল্যানটা করেছিলাম এইভাবে যে, যেহেতু আমাদের অনেক খেলা ছিল। আপনারা জানেন যে, জিম্বাবুয়ে সিরিজ চলছিল। জার্সিত কিছু শুভেচ্ছা বাণী থাকবে যেটা আমি এখনি বলতে পারছিলাম না”– বলছিলেন জালাল ইউনুস।

ইনজুরির কারণে তাসকিন আহমেদের পুরো বিশ্বকাপে খেলা হবে না। তার কাধেই রয়েছে এবার সহঅধিনায়কের দায়িত্ব। টাইগার পেসারকে অনেক আগেই বিশ্বকাপের জন্য সহঅধিনায়ক ভেবে রেখেছিল বিসিবি এবং সেটা তাসকিনকে জানানো হয়েছিল বলে জানিয়েছেন জালাল ইউনুস।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img