৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

বিশ্বকাপে মাহেদির লক্ষ্য ‘দ্বিতীয় রাউন্ড’

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার মাসখানেক আগেই বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অনুরোধ জানিয়েছিলেন, দল নিয়ে বড় কোনো প্রত্যাশা না করতে। তবে মুখে যাই বলুক, টাইগার বিশ্বকাপ স্কোয়াডের সবাই মনে মনে ভালো কিছু করার আশাতেই আছে। সোমবার এক ভিডিওবার্তায় দলের স্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদি হাসানও জানিয়েছেন, তার লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে খেলা।

“আমরা সারা বছর কষ্ট করি। জাতীয় দলের খেলোয়াড় হিসেবে যারাই খেলে, বিশ্বকাপের অংশ হওয়াটা গর্বের বিষয়। এটা ভাষায় প্রকাশ করা যায় না আসলে। আমার ব্যক্তিগত লক্ষ্য, প্রথম রাউন্ড ভালোভাবে শেষ করে দ্বিতীয় রাউন্ডে আগে যাওয়ার”-বলছিলেন মাহেদি 

বিশ্বকাপ দলের ১৫ সদস্যের মধ্যে একজন হলেও মাহেদি একেবারে যে নিয়মিত একাদশে খেলেন কিংবা দলে সুযোগ পান এমনটা নয়। তাই বিশ্বকাপে দলের হয়ে প্রতিনিধিত্ব করার যেই সুযোগ তিনি পেয়েছে তা হেলায় হারাতে চান না। এ প্রসঙ্গে তিনি বলেন, “দল থেকে বাদ পড়লে যেকোনো খেলোয়াড়ের জন্যই খারাপ লাগে। আমার ক্ষেত্রেও একই ছিল। কিন্তু ফেরাটা অনেক চ্যালেঞ্জিং ছিল। আল্লাহর অশেষ রহমতে কামব্যাক করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।” 

পাওয়ারপ্লেতে বোলিং করাটা কতটা উপভোগ করেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “উপভোগ করার থেকে চ্যালেঞ্জটা অনেক বেশি ওইখানে। যেহেতু পাওয়ারপ্লেতে টি-টোয়েন্টি রানের খেলা, ওইখানে বোলিং করে যত কম রানে আটকানো যায়। চ্যালেঞ্জ বেশি থাকে পাওয়ারপ্লেতে। উপভোগ একদমই থাকে না। তবে উপভোগ করতে পারলে দলই বেশি উপকৃত হয়।” 

নিজের প্রতি মাহেদির আত্মবিশ্বাসের কমতি নেই। আশায় আছেন একাদশে সুযোগ পেলে দারুণ কিছু করে দেখাবেন। এ ব্যাপারে তিনি বলেন, “আমার যদি এমন সুযোগ আসে বিশ্বকাপে ম্যাচ খেলার, অবশ্যই চ্যালেঞ্জিং হবে। ইনশাআল্লাহ্ সবসময় যেভাবে খেলি, ওভাবেই চেষ্টা করব। আমি সাধারণত যেমন পারফর্ম করি, বিশ্বকাপে এর থেকে আরও ভালো করতে চাই।” 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img