রাজস্থান রয়্যালসের হয়ে সদ্য সমাপ্ত আইপিএলে পঞ্চাশের বেশি গড় ও প্রায় দেড়শ স্ট্রাইক রেটে ৫৭৩ রান করেছেন রিয়ান পরাগ। টুর্নামেন্টেরই থার্ড হায়েস্ট রান সংগ্রাহক। তবে তার জায়গা হয়নি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে। যদিও পরাগ হাল ছাড়ছেন না। আইপিএলে ভালো পারফর্ম্যান্স তার বিশ্বাস আরও মজবুত করেছে। ভারতের হয়ে খেলার ব্যাপারে বেশ আশাবাদী এই ব্যাটার।
“একটা সময় আমাকে নিতেই হবে দলে, তাই না? আমার বিশ্বাস, আমি ভারতের হয়ে খেলব। সেটা কখন, তা নিয়ে ভাবনা নেই আমার। এটা আমার নিজের প্রতি বিশ্বাস, দম্ভ দেখিয়ে বলছি না। ১০ বছর বয়স থেকেই যখন ক্রিকেট খেলতে শুরু করি, তখন থেকেই বাবার সঙ্গে আমার পরিকল্পনা এটা। যা কিছুই হোক না কেন, ভারতের হয়ে খেলবই।” – ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে পরাগ
বাবা পরাগ দাশ ছিলেন ফার্স্ট ক্লাস ক্রিকেটার। কখনো খেলা হয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট। ছেলেকে তাই তৈরি করার চেষ্টা করেছেন নিজের অধরা স্বপ্ন পূরণের জন্য উপযুক্ত করে।
ভারতীয় দলে পারফর্মারের ছড়াছড়ি। বিশ্বকাপ দলে জায়গা হয়নি শুবমান গিল-রিংকু সিংয়ের মতো ক্রিকেটারদের। সেখানে পরাগের সুযোগ না পাওয়া নিয়ে খুব বেশী আলোচনার সুযোগ ছিলো না। পরাগ অবশ্য বলেছেন, সময় নিয়ে তার ভাবনা নেই।