টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সেই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।
বাজে আবহাওয়ার কারণে এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি বাতিল হয়েছিল। তাই এই ম্যাচটি টাইগারদের ঝালিয়ে নেওয়ার জন্য সুযোগ। অন্যদিকে মূলপর্বে মাঠে নামার আগে একটিমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।
যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বেশ আগেভাগেই গেছে বাংলাদেশ দল। স্বাগতিকদের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। যদিও যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে সৌম্য সরকার-লিটন কুমার দাশরা। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল অভিযান শুরু করবে টাইগাররা। তার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদদের সামনে।
অন্যদিকে আইপিএল শেষ করে ধাপে ধাপে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে রোহিত শর্মার দল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বিরাট কোহলির খেলা নিয়ে ছিল শঙ্কা। সেই শঙ্কা সত্যি করে টাইগারদের বিপক্ষে ম্যাচে খেলছেন না তিনি।
বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাশ, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।