২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

“২০২২ বিশ্বকাপে ছিলাম না, খারাপ লেগেছে”

- Advertisement -

অদম্য ইচ্ছা, পরিশ্রম, ধৈর্য্য- মাহমুদউল্লাহ রিয়াদকে করেছে দলের বাকিদের থেকে অনেকটাই আলাদা। ক্যারিয়ারের শুরু থেকেই দলের স্বার্থে ভিন্ন ভিন্ন ব্যাটিং পজিশনে খেলা, এরপর ২০২২ সালে হুট করেই অধিনায়কত্ব হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকেই বাদ পড়া। নিজের খারাপ সময়ে ‘দ্য সাইলেন্ট কিলার’ ছিলেন একেবারেই নিশ্চুপ। অনেকেই যখন তাঁর ক্রিকেট ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন, রিয়াদ তখনই লিখেছেন ফিরে আসার গল্প। আগে কখনোই গেল বিশ্বকাপে বাদ পড়া নিয়ে মুখ না খুললেও এবার বিসিবির প্রকাশিত ভিডিওবার্তায় কথা বলেছেন এ বিষয়ে, শুনিয়েছেন নিজের স্ট্রাগলের গল্প।

“২০২২ বিশ্বকাপে যখন আমি ছিলাম না, আই ফিল ব্যাড। আমার মনে হয়েছে, আমি থাকতে পারতাম। কিন্তু কোনোভাবে তা হয়নি। তাতে আমার কোনো হার্ট ফিলিংসও নাই। আমি সবসময় বলি যে দলের জন্য আমি যতটুকু করতে পারি, সেটা আমার উপস্থিতি দিয়ে হোক, আমার পারফর্ম্যান্স বা অভিজ্ঞতা দিয়ে হোক; নিজের সর্বোচ্চটাই সবসময় নিংড়ে দেই”-বলছিলেন রিয়াদ 

ক্রিকেট ক্যারিয়ারে নিজের স্ট্রাগল প্রসঙ্গে রিয়াদ বলেন, “স্ট্রাগল তো আলহামদুলিল্লাহ পুরো ক্যারিয়ারেই কমবেশি ছিল। আমি সবসময় আল্লাহর ওপর বিশ্বাস করি, আল্লাহর কাছেই যা বলার বলি। আমি সবসময়ই বিশ্বাস করি আল্লাহ্ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী এবং আমার ভালো সময়, খারাপ সময় সবকিছুরই একটা শিক্ষণীয় বিষয় থাকে। এটা আমি বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ।”   

বিভিন্ন সময় টিম ম্যানেজমেন্টের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে রিয়াদের কোনো ক্ষোভ আছে কি না, তা তিনি কখনোই জানাননি। তবে জাতীয় দলের জার্সি গায়ে জড়ালেই যে সবচেয়ে বেশি আনন্দিত হোন, সেটাও জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় দলকে রিপ্রেজেন্ট করা সবসময় স্পেশাল, সেটা কোনো সিরিজ হোক কিংবা মেগা ইভেন্ট হোক। যখন জার্সিটা পরি বা নতুন জার্সি হাতে পাই, সত্যিই খুব ভালো লাগে।”  

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img