২২ জানুয়ারি ২০২৫, বুধবার

ট্রফি জিততে ভাগ্যেরও একটু সহায়তা লাগে: রিয়াদ

- Advertisement -

অর্জন বলতে শুধুই একটা ত্রিদেশীয় সিরিজের শিরোপা। বড় মঞ্চে বারবার হতাশ করেছে বাংলাদেশ দল। বিশ্বকাপের ফরম্যাট বদলেছে, বদলায়নি শুধু টাইগারদের ব্যর্থতার গল্প। মাহমুদউল্লাহ রিয়াদ বললেন, ট্রফি জিততে ভাগ্যেরও সহায়তা লাগে।

“ট্রফি জিততে আমার মনে হয় ভাগ্যেরও একটু সহায়তা লাগে। আমরা কয়েকটি মেগা ইভেন্টে হয়তো খুব কাছাকাছি গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি। এখন আরেকটি সুযোগ সামনে। সমর্থন আছে ইনশা আল্লাহ্। যা যা করা সম্ভব আমরা করব” – বিসিবির ধারাবাহিক ভিডিও সিরিজ ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে রিয়াদ

গতবারের তুলনায় বিশ্বকাপে এবার বাংলাদেশ দলের সম্ভাবনা আরও কম। দর্শকদের প্রত্যাশ নেই বললেই চলে। তবুও রিয়াদ আশা করছেন ভালো কিছুর।

“সুযোগ তো সব সময়ই থাকে। চেষ্টায়ও আমাদের কোনো কমতি থাকে না। ইনশা আল্লাহ্ হয়তো এবার আমরা ভালো কিছু করব।“

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img