১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

হার্দিক-বুমরাহদের বোলিং তোপে ৯৬ রানে অলআউট আয়ারল্যান্ড

- Advertisement -

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নেমে মাত্র ৯৬ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৪ বলে ২৬ রানের ইনিংস খেলেছেন গ্যারেথ ডিলানি। ভারতের জয়ের জন্য প্রয়োজন ৯৭ রান।

টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিতে এক মুহুর্তও দেরি করেননি রোহিত শর্মা। ভারত অধিনায়কের লক্ষ্যটা ছিল পরিষ্কার, যতটা কম রানে সম্ভব আয়ারল্যান্ডকে আটকে দেওয়া। রোহিতকে হতাশ করেননি আর্শদ্বীপ সিং-হার্দিক পান্ডিয়ারা। তাদের সামনে দাঁড়াতেই পারেননি আয়ারল্যান্ডের ব্যাটাররা।

প্রথম ইনিংসের তৃতীয় ওভারেই ভারতকে ব্রেক থ্রু এনে দেন আর্শদ্বীপ। তার বলে তুলে মারতে গিয়ে রিশভ পন্তের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পল স্টার্লিং। ওই ওভারের শেষ বলে আরেক ওপেনার অ্যান্ডি বালবার্নিকে ফেরান বাঁহাতি এ পেসার।

ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড

তিনে নেমে ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন লরকান টাকার। কিন্তু তিনিও পারেননি বড় ইনিংস খেলতে। ১৩ বলে ২ বাউন্ডারিতে ১২ রান করে হার্দিকের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন টাকার। হ্যারি টেক্টর তেমন কিছুই করতে পারেননি। ১৬ বলে মাত্র ৪ রান করেছেন তিনি।

১টি করে বাউন্ডারি ও ছক্কা মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন ক্যাম্ফার। তবে তিনিও ফিরেছেন বড় ইনিংস খেলতে না পারার হতাশা নিয়ে। হার্দিকের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন আইরিশ এ অলরাউন্ডার। তার আগে ৮ বলে খেলেছেন ১২ রানের ইনিংস।

আয়ারল্যান্ড মূলত ৯৬ রান করতে পেরেছে লিটল ও গ্যারেথ ডিলানির কল্যাণে। দুজনের জুটিতে ওঠে ১৮ বলে ২৭ রান। ১৩ বলে ১৪ রান করে লিটল বুমরাহর বলে বোল্ড হলে ভাঙে সেই জুটি। ডিলানি খেলেন ১৪ বলে ২৭ রানের ইনিংস।

ভারতের হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন হার্দিক। ২টি করে উইকেট নিয়েছেন বুমরাহ ও আর্শদ্বীপ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img