২২ ডিসেম্বর ২০২৪, রবিবার

বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

- Advertisement -

এ বছরেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া । ২০১৫ সালের অক্টোবরে দুটি টেস্ট খেলতে ঢাকায় আসার কথা ছিল অজিদের। অস্ট্রেলীয় সরকারের নির্দেশে সে সময় সফরটি স্থগিত হয় । দেশটির  সরকার তখন এক সতর্ক বার্তায় বলেছিল, সফরের সময় উগ্রবাদীদের হামলার শঙ্কা রয়েছে। ২০১৬ সালের বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নেয় অজিরা।

স্থগিত হওয়া টেস্ট খেলতেই ঢাকায় আসার কথা ছিলো অ্যারন ফিঞ্চদের, তবে সিদ্ধন্তে পরিবর্তন এনেছেন তারা । এ সফরে বাংলাদেশের বিপক্ষে শুধু টি-টোয়েন্টি খেলবেন অজিরা।আগামী বছর ভারতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই মূলত বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া এমনটাই জানিয়েছে ইএসপিন। ঐ সময় ইংল্যান্ডও আসবে বাংলাদেশে। তিন দলের অংশগ্রহণে হবে ত্রিদেশীয় সিরিজ।

এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিল অস্ট্রেলিয়া। তখন ‍দুটি টেস্ট ম্যাচ খেলেছিল দুদল। প্রথম টেস্টে ম্যাচে টাইগাররা জয়ের মুখ দেখলেও , অপরটিতে হেরেছিল ৭ ‍উইকেটে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img