দলীয় ১৭ রানের মধ্যেই প্যাভিলিয়নে তিন ব্যাটার। পুরো ইনিংসজুড়েই চললো মার্কো ইয়ানসেন-ওর্টনেল বার্টম্যানদের আধিপত্য। সাউথ আফ্রিকার বোলারদের তোপে মাত্র ১০৩ রানে গুটিয়ে গেছে নেদারল্যান্ডসের ইনিংস। সাউথ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ২০ ওভারে ১০৪ রান।
সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারিয়েছিল নেদারল্যান্ডস। সেই দুই ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে আরও একটি জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল ম্যাক্স ও’ডাউড-বিক্রমজিৎ সিংরা। তবে কাগিসো রাবাদারা ভেবে রেখেছিলেন অন্যকিছু। ইনিংসের শুরু থেকেই একের পর এক উইকেট তুলে নেন তারা।
এদিন টসে জিতে স্বাভাবিকভাবেই আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন এইডেন মার্করাম। প্রথম ওভারেই প্রোটিয়া অধিনায়ককে সাফল্য এনে দিয়েছেন ইয়ানসেন। ৩ বল খেলে রানের খাতা খুলতেই পারেননি মাইকেল লেভিট। ও’ডাউড-বিক্রমজিৎ পারেননি তেমন কিছুই করতে। ১৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে নেদারল্যান্ডস।
বাস ডি লিডি ও স্কট অ্যাডওয়ার্ডস চেষ্টা করেছিলেন। কিন্তু তারাও তেমন কিছুই করতে পারেননি। ১৬ বলে ৬ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন ডি লিডি। ডাচ অধিনায়ক ফিরেছেন রান আউট হওয়ার হতাশা নিয়ে। তার আগে ৯ বলে করেছেন ১০ রান।
নেদারল্যান্ডস মূলত ১০৩ রানের সংগ্রহ সাইব্রান্ড অ্যাঙ্গেলব্রেখটের কল্যাণে। ৪৫ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪০ রানের ইনিংস খেলেন তিনি। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন লোগান ফন বিক। ২২ বলে ২৩ রানের ইনিংস খেলেছেন তিনি।
সাউথ আফ্রিকার হয়ে ৪ ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন বার্টম্যান। দুটি করে উইকেট শিকার করেছেন ইয়ানসেন ও নর্কিয়া।