২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে যেতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়টা খুবই গুরুত্বপূর্ণ। ডাচদের কাছে হারলে নানা রকম সমীকরণ মেলাতে হবে টাইগারদের। তাই নেদারল্যান্ডসের বিপক্ষে জিততেই হবে সাকিব আল হাসান-লিটন কুমার দাশদের। এমন সমীকরণ মাথায় রেখে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্ম করতে না পারায় সাউথ আফ্রিকা ম্যাচে সুযোগ পাননি সৌম্য সরকার। তার পরিবর্তে পাওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন জাকের আলী। তারপরও নেদারল্যান্ডসের বিপক্ষে জাকেরের উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। শরীফুল ইসলামের ফেরার গুঞ্জন থাকলেও তানজিম সাকিবের উপরেই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে হারিয়ে শুরুটা দুর্দান্ত করেছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার সাথে জিততে জিততে হেরে গেছে টিম টাইগার্স। প্রথম দুই ম্যাচ থেকে দারুণ আত্মবিশ্বাস পাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ-তাওহীদ হৃদয়রা।

বাংলাদেশের একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাশ, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img