২১ ডিসেম্বর ২০২৪, শনিবার

মোহাম্মদ হাফিজের এখনই অবসর নেয়া উচিত: ইউনিস খান

- Advertisement -

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার। তার আগেই মোহাম্মদ হাফিজকে খোঁচা দিয়ে কথা বললেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বর্তমান পাকিস্তান দলের ব্যাটিং কোচ ইউনিস খান। ফর্মের তুঙ্গে থাকা হাফিজ টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ দিয়ে এমনিতেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। তার উপর আবার এখন হাফিজকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পরামর্শ দিয়েছেন ইউনিস খান। সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইউনিস বলেন ” আমরা অবশ্যই এই সিরিজে হাফিজের শূন্যতা অনুভব করবো, তার উচিত নিজের বিষয়ে ভাবা। যদি সে অবসরের চিন্তা করে থাকে, তাহলে আমরা তাকে সম্মানের সাথে বিদায়ী অভ্যর্থনা দিবো। হাফিজ পাকিস্তানে খেলে যাওয়া ইনজামাম-মিসবাহদের মতো সম্মান পাবে বিদায় বেলায়। নি:সন্দেহে সে ধারাবাহিক পারফর্মার, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওই মঞ্চে সে খেলবে কি খেলবেনা এটা তার সিদ্ধান্তের উপর নির্ভর করছে”।

এই অলরাউন্ডার গেল ডিসেম্বরেই নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি খেলেছে। ওই ম্যাচে ৪১ রান করেন। এর আগের ৫ ম্যাচে হাফিজের আছে তিনটা ৫০ উর্দ্ধ ইনিংস। এর মধ্যে একটা ৯৯ রানের ইনিংসও রয়েছে। এমন পারফর্মারকে হঠাৎ টি-টোয়েন্টি দলে না নিয়ে বেশ বিতর্কিত এখন পাকিস্তানের নির্বাচক প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img