২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

লক্ষ্য পূরণ হয়েছে, তাতেই খুশি বিসিবি!

- Advertisement -

সুপার এইটের তিন ম্যাচের সবগুলোতেই হার, সেমিফাইনালে ওঠার সম্ভাবনা জাগিয়েও সুযোগ কাজে না লাগানো- সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ পারফর্ম্যান্স এখন আতশ কাঁচের নিচে। বাইরে থেকে ক্রিকেট বিশ্লেষক-ভক্তরা টাইগারদের দুয়ো দিলেও ব্যতিক্রম বিসিবি। দল সুপার এইটে উঠেছে, হয়েছে লক্ষ্য পূরণ;  তাতেই খুশি দেশের ক্রিকেট বোর্ড। শনিবার গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

“বিশ্বকাপে আমাদের টার্গেট ছিল সুপার এইটে খেলা। আমরা টার্গেট অ্যাচিভ করতে পেরেছি, তার জন্য সবাই খুশি”- বলছিলেন জালাল ইউনুস 

সুপার এইটে উঠলেও টাইগার ব্যাটারদের পারফর্ম্যান্স ছিল হতশ্রী, যা অস্বীকার করার উপায় নেই বিসিবিরও। এ প্রসঙ্গে জালাল বলেন, “টপ অর্ডার টানা ব্যর্থ হয়েছে বলেই আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। ব্যাটিংয়ে এভাবে ফেইল করতে আমরা কখনো দেখিনি। হয়তো একজন করেছে আরেকজন ওই জায়গায় গিয়ে কাভার দিয়েছে। কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে।” 

বোলারদের, বিশেষ করে রিশাদ হোসেনের প্রশংসা করে তিনি বলেন, “দুর্দান্ত বোলিং করেছে আমাদের ফাস্ট এবং স্পিন বোলাররা। বিশেষ করে রিশাদ। ওর জন্য একটা বড় প্ল্যাটফর্ম ছিল নিজেকে প্রমাণ করার জন্য। সব মিলিয়ে এ ওয়ার্ল্ডকাপে আমরা ভালো খেলেছি।” 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img