২৫ নভেম্বর ২০২৪, সোমবার

ঘূর্ণিঝড় ‘বেরিলের’ কারণে রোহিত-কোহলিদের দেশে ফিরতে দেরি

- Advertisement -

১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দুই দিন অতিবাহিত হলেও এখনো দেশে ফিরতে পারেননি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ঘূর্ণিঝড় ‘বেরিলের’ কারণে বার্বাডোজেই আটকে আছে ভারতীয় ক্রিকেটাররা।

শক্তি কমিয়ে বেরিল এখন ‘ক্যাটাগরি ফোর’ থেকে ‘ক্যাটাগরি থ্রি’তে রূপান্তরিত হয়েছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২১০ কিলোমিটার।

বার্বাডোজ থেকে নিউইয়র্ক, নিউইয়র্ক থেকে দুবাই হয়ে ভারতে ফেরার কথা ছিল হার্দিক পান্ডিয়া-জাসপ্রিত বুমরাহদের। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে যায় ঘুর্ণিঝড়ের কারণে। বাণিজ্যিক বিমানে দেশে ফিরতে সমস্যা হওয়ায় চাটার্ড বিমানে করে ভারতে ফেরার পরিকল্পনা করেছিল বিসিসিআই। কিন্তু ক্রিকেটার এবং তাদের পরিবারের সদস্য এবং টিম ম্যানেজমেন্ট মিলিয়ে সংখ্যাটা প্রায় সত্তর জনের মতো। এতো বড় বিমান বার্বাডোজে নেই। এছাড়াও বর্তমানে বন্ধ রয়েছে বার্বাডোজের বিমানবন্দর।

দেশে ফেরার বিষয়ে বিসিসিআই সেক্রেটারি ভারতীয় সাংবাদিকদের বলেছেন, “আপনাদের মতো আমরাও এখানে আটকে আছি। ভ্রমণ পরিকল্পনা ঠিক করার পর আমরা সংবর্ধনার ব্যাপারে ভাবব”

ঘূর্ণিঝড়ের আগেই বার্বাডোজ ছেড়েছে সাউথ আফ্রিকা দল।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img