২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

অপ্রতিরোধ্য আর্জেন্টিনাকে রুখে দিতে পারবে কানাডা?

- Advertisement -

কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।

টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দল আর্জেন্টিনা। গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে কোনো গোল হজম করেনি কোপার বর্তমান চ্যাম্পিয়নরা। তবে কোয়ার্টার ফাইনালে খুব সহজেই জিততে পারেনি লিওনেল মেসির দল। লাউতারো মার্তিনেজ-হুলিয়ান আলভারেজদের বেশ কঠিন পরীক্ষা নিয়েছে ইকুয়েডর। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

অন্যদিকে প্রথমবার কোপা খেলতে এসেই সেমিতে উঠেছে কানাডা। যা দলটির জন্য বেশ বড় অর্জন। আর্জেন্টিনার বিপক্ষে কিছু হারানোর নেই আলফনসো ডেভিডসদের। তাই বলে মেসিদের ছেড়ে কথা বলবে না দলটি। ফাইনালে উঠতে সম্ভাব্য সবকিছুই করতে প্রস্তুত তারা। তবে কাজটি তাদের সহজ হবে না।

দুই দলের অতীত পরিসংখ্যান বলছে আর্জেন্টিনার হয়ে কথা। দুইবারের দেখায় প্রতিবারই হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে কানাডা। চলমান কোপায় গ্রুপ পর্বে লাউতারো-আলভারেজদের কাছে দুই গোল হজম করেছিল দলটি।

কোপার সেমিফাইনালে কানাডার মুখোমুখি আর্জেন্টিনা

চলমান কোপা আমেরিকাতে খুব একটা ছন্দে নেই আর্জেন্টিনার প্রাণভোমরা মেসি। এখন পর্যন্ত গোলের খাতা খুলতে পারেননি তিনি। সবশেষ ইকুয়েডরের বিপক্ষে ম্যাচেও ছিলেন নিজের ছায়া হয়ে। এমনকি টাইব্রেকারেও গোল করতে হয়েছিলেন ব্যর্থ। মেসির ইনজুরি নিয়েও আর্জেন্টিনা শিবিরে রয়েছে কিছুটা দুশ্চিন্তা। তবে কানাডার বিপক্ষে ম্যাচে ইন্টার মিয়ামি তারকা খেলবেন সেটি নিশ্চিত করেছেন লিওনেল স্ক্যালোনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ মেসির খেলার বিষয়ে বলেন, “লিও ভালো আছে। সে ভালোভাবে অনুশীলন করেছে। কাজেই কাল সে খেলবে, আমরা খুব স্থির আছি। সে খুব ভালো ধাপে আছে। আমাদের জন্য সে খুব প্রয়োজনীয়”

কানাডার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে থাকতে পারেন আনহেল দি মারিয়া। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে তার অভাব ভালোই টের পেয়েছিল আর্জেন্টিনা। আক্রমণে তার সঙ্গে থাকবেন মেসি ও লাউতারো। মিডফিল্ডে রদ্রিগো দি পল ও ম্যাক অ্যালিস্টারের জায়গা মোটামুটি নিশ্চিত। তবে আরেকজন মিডফিল্ডার কে খেলবেন তা নিশ্চিত নয়। আর্জেন্টিনার ডিফেন্সেও পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা ও নিকোলাস তালিয়াফিকোর থাকার সম্ভাবনাই বেশি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img