মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ । প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ২২৩ রান করেছিল ক্যারিবিয়ানরা । ৭৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করা ক্যারিবীয় ব্যাটসম্যান এনক্রুমা বনার এর চাওয়া চাওয়া ৩৫০ রান, এ উইকেটে প্রথম ইনিংসে সাড়ে তিনশ ছাড়ানো রানকে ভালো সংগ্রহ মনে করছেন তিনি।
অন্যদিকে উইন্ডিজকে ৩০০ রানের মধ্যেই বেঁধে ফেলতে চান পেসার আবু জায়েদ রাহী। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল বনারের। ঢাকার উইকেটেও সেট হয়ে গেছেন তিনি ।