৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

মেসিকে ছাড়াই লিগস কাপে ইন্টার মায়ামির প্রথম জয়

- Advertisement -

চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে আছেন লিওনেল মেসি। মিস করছেন লিগস কাপে ইন্টার মায়ামির ম্যাচগুলো। তবে শিরোপা রক্ষার লড়াইয়ে এবার মেসিকে ছাড়াই শুভ সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মায়ামি। মায়ামিকে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপাটি এনে দেওয়া আর্জেন্টাইন মহাতারকা মায়ামির সেই শুরুটা দেখেছেন দর্শক সারিতে বসে। রবিবার সকালে পিউবলার বিপক্ষে ২–০ গোলের জয় পেয়েছে মায়ামি। এই জয়ে মায়ামির হয়ে গোল দুটি করেছেন মাতিয়াস রোহা ও লুইস সুয়ারেজ।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে পিউবলার বিপক্ষে সবদিক থেকেই এগিয়ে ছিল মায়ামি। বলদখল, আক্রমণ কিংবা গোলে প্রতিপক্ষকে সুবিধা করতে দেয়নি মার্তিনোর দল। ম্যাচের নবম মিনিটে গোলের সূচনা করেন প্যারাগুয়ের মাতিয়াস। ম্যাচের ৭২তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এই দুই গোলই শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পাওয়া বাম গোড়ালির চোট থেকে সেরে উঠছেন মায়ামির শিরোপাজয়ী স্ট্রাইকার মেসি। গত মৌসুমে লিগস কাপ দিয়েই ইন্টার মায়ামির হয়ে যাত্রা শুরু করেছিলেন বিশ্বকাপজয়ী এই তারকা। শুধু তাই নয় প্রথমবারের মতো মায়ামিকে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপাটিও এনে দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে চোটের কারণে তিন রাত আগে ইন্টার মিয়ামির দুটি এমএলএস নিয়মিত ম্যাচ এবং এমএলএস অল-স্টারের ম্যাচ মিস করেছেন এলএমটেন। কবে মাঠে ফিরবেন সেটা জানা নেই সতীর্থদেরও।

লিগস কাপে মায়ামি পরের ম্যাচ খেলবে টাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে। আগামী ৪ আগস্ট সকাল ছয়টায় মেক্সিকান এই ক্লাবটির মুখোমুখি হবে লিগস কাপের বর্তমান চ্যাম্পিয়নরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img