বেলফাস্টে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাজা পেয়েছেন আয়ারল্যান্ডের ব্যাটার হ্যারি টেক্টর। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে টেক্টরের নামের পাশে। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ লঙ্ঘনের দায়ে তাকে এই সাজা দেওয়া হয়েছে।
শনিবার বেলফাস্ট টেস্টে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেননি টেক্টর। ৬ বলে ০ রান করে আউট হন তিনি। ইনিংসের ষষ্ঠ ওভারে কট বিহাইন্ড হলে টেক্টরকে আউট দেন আম্পায়ার। কিন্তু আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অমত পোষণ করেন এই আইরিশ ব্যাটার, পাশাপাশি ক্রিজ ছাড়তেও দেরি করেন তিনি। এমনকি মাঠ ছাড়ার সময় নিজের ব্যাট এবং গ্লাভস ছুঁড়ে মারতেও দেখা যায় আইরিশ ব্যাটারকে।
টেক্টরের এমন আচরণে তার বিরুদ্ধে অভিযোগ আনেন অন ফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরোহ, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, টিভি আম্পায়ার মার্ক হাউথ্রোন, চতুর্থ আম্পায়ার জোনাথন কেনেডি। শাস্তি হিসেবে টেক্টরের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সাথে নামের পাশে যুক্ত হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন টেক্টর।
যদিও এই ধরণের আচরণের জন্য সর্বনিম্ন শাস্তি এটি। লেভেল ওয়ান লঙ্ঘনের দায়ে একজন খেলোযাড়কে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা করতে পারেন ম্যাচ অফিশিয়ালরা। পাশাপাশি নামের পাশে যুক্ত হতে পারে একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট।