আইপিএলের ত্রয়োদশ আসর শেষ হয়েছে কয়েক মাস, এরই মাঝে শুরু নতুন আসরের আয়োজন পরিকল্পনা। আগামী ১৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা আইপিএলের চতুর্দশ আসরে নিলাম। যেখানে নাম আছে চার বাংলাদেশী ক্রিকেটারের।
আইপিএলের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ৫ বাংলাদেশী ক্রিকেটার। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও লিটন দাস। তবে সৌম্য এবং লিটনকে রাখা হয়নি চুড়ান্ত তালিকায়, বরং নিবন্ধনে নাম না থাকার পরেও জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
আইপিএলের এবারের আসরের সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি। এই তালিকায় থাকা ১১জন ক্রিকেটারের মধ্যে আছেন সাকিব আল হাসান। মোস্তাফিজু্র রহমানের ভিত্তিমূল্য ১ কোটি এবং মাহমুদউল্লাহ এবং সাইফুদ্দিনের ভিত্তিমূল্য যথাক্রমে ৭৫ লাখ এবন ৫০ লাখ রুপি।
নিলামে মোট ক্রিকেটার প্রায় তিনশো, যার মধ্যে অর্ধেকের বেশী ভারতীয়, বিদেশী ক্রিকেটার ১২৫ জন।