৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় ফিরছেন ওয়াকার

- Advertisement -

একসময় ছিলেন পাকিস্তান ক্রিকেট টিমের প্রধান কোচ, কাজ করেছেন বাবর আজমদের পেস বোলিং কোচ হিসেবেও। তবে এবার বাংলাদেশ সিরিজির আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক পেসার ওয়াকার ইউনুস। পরামর্শক বা পিসিবি প্রধানের উপদেষ্টা হিসেবে কাজ শুরু করতে পারেন তিনি। এমনটাই জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’।

সোমবার লাহোরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সাথে নিয়োগ চূড়ান্ত করার জন্য দেখা করেছিলেন ওয়াকার। তবে ওয়াকারের নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে কোনো কিছু এখনো মিমংসা হয়নি।

ইএসপিএন বলছে, আপাতত পরামর্শক হিসেবে কাজ শুরু করবেন ওয়াকার। তবে পরবর্তীতে পদ পরিবর্তন করে ক্রিকেট বিষয়ক চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হতে পারে।

ধারণা করা হচ্ছে ওয়াকারের পদটি ইংল্যান্ড ক্রিকেটের রব কি’র মতো হতে পারে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন রব। কোচ নিয়োগ থেকে শুরু করে ক্রিকেটারদের সঠিক দিক নির্দেশনা দেয়াসহ গুরুত্বপূর্ণ সব কাজে ইসিবির দায়িত্ব পালন করে আসছেন তিনি।

আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের আগেই ওয়াকারকে নিয়োগ দিতে চলেছে পিসিবি। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের বিপক্ষে সিরিজের পর ইংল্যান্ডের সাথে তিন টেস্ট খেলবে পাকিস্তান। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। ব্যস্ত সূচিকে সামনে রেখেই ওয়াকারকে নিয়োগ দেয়া হচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img