প্রতিপক্ষের ওপর ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ৬ পয়েন্ট কাটা যাওয়ার পরও প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে কানাডা। বুধবার রাতে গ্রুপ পর্বে শেষ ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সাবেক স্বর্ণজয়ীরা।
ম্যাচের ৬১ মিনিটে জেসি ফ্লেমিংয়ের ফ্রি কিক থেকে কানাডার হয়ে একমাত্র গোলটি করেন ভ্যানেসা জিলেস। গ্রুপ পর্বের তিন ম্যাচের সবগুলো জিতলেও এই জয়ে কানাডার পয়েন্ট দাঁড়ায় ৩। কারণটি সবার জানা।
নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের অনুশীলনে গুপ্তচরবৃত্তির দায়ে কাটা গেছে মূল্যবান ছয়টি পয়েন্ট। যদিও ছয় পয়েন্টের জন্য ফিফার কাছে আপিল করেছিল কানাডা। তবে কলম্বিয়া ম্যাচের কয়েকঘন্টা আগে সেই দাবি নাকচ করে দেয় তারা। আর তাই ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে কোয়ার্টারে পা দেয় কানাডা। কোয়ার্টার ফাইনালে কানাডার প্রতিপক্ষ জার্মানি।
এদিকে কানাডার বিপক্ষে হারলেও ফ্রান্স, জার্মানি, জাপান এবং ব্রাজিলের সাথে কলম্বিয়াও বুধবার নকআউটে জায়গা করে নিয়েছে। ১ জয় ও ২ হার নিয়ে কানাডার সমান ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তৃতীয় হয়ে কোয়ার্টার ফাইনাল খেলবে কলম্বিয়া। শনিবার কোয়ার্টার ফাইনালে অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ। নঁতেতে ব্রাজিলের মুখোমুখি হবে ফ্রান্স। লিঁওতে স্পেনের প্রতিপক্ষ কলম্বিয়া। প্যারিসে জাপানের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র এবং মার্শেইয়ে কানাডার প্রতিপক্ষ জার্মানি।