৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

পাঁচ শহরের পনেরো স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজন করবে সৌদি

- Advertisement -

২০৩৪ বিশ্বকাপের একমাত্র আয়োজক হিসেবে পাঁচটি শহরে ১৫টি স্টেডিয়াম নিয়ে ২০২৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) আনুষ্ঠানিকভাবে আয়োজক দেশ ঘোষণার একদিন পরই এই তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সৌদির রাষ্ট্রীয় গণম্যাধ্যম ‘এএফপি রিয়াদ’ জানিয়েছে, একমাত্র আয়োজক দেশ হিসেবে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চায় সৌদি আরব। বিডের দলিল অনুযায়ী, সৌদি আরবের প্রস্তাবিত শহরগুলোর মধ্যে রিয়াদ ছাড়াও আছে জেদ্দা, আল খোবার, আবহা ও ৫০০ বিলিয়ন ডলার অর্থমূল্যের নতুন শহর নিওম।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, রিয়াদেই থাকবে ৮টি স্টেডিয়াম। এর মধ্যে একটি নতুনভাবে নির্মাণের অপেক্ষায় থাকা ‘কিং সালমান স্টেডিয়াম’। এ স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা থাকবে ৯২ হাজার। এখানেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ।

এর আগে একমাত্র আয়োজক দেশ হিসেবে ২২০ বিলিয়ন ডলার খরচে প্রথমবারের মত মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ আয়োজন করেছিল কাতার। এরপরই গতবছর অক্টোবরে একমাত্র বিডার হওয়ায় সৌদি আরবকে আয়োজককে ঘোষণা করে ফিফা।

ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করতে সৌদির কমপক্ষে ৪০ হাজার দর্শক ধারণক্ষমতার ১৪টি স্টেডিয়াম লাগবে। বর্তমানে সৌদির এমন স্টেডিয়াম আছে দুটি- জেদ্দার ‘কিং আবদুল্লাহ স্টেডিয়াম’ ও রিয়াদের ‘কিং ফাহাদ স্টেডিয়াম’। তবে ফাহাদ স্টেডিয়ামে এখন বড় ধরনের মেরামতকাজ চলছে।
২০৩৪ সালে ফিফা বিশ্বকাপের পাশাপাশি এশিয়ান গেমস ও আয়োজিত হবে রিয়াদে। দুই সপ্তাহের এই টুর্নামেন্টে গ্রীষ্মকালীন অলিম্পিকের চেয়েও বেশি ইভেন্ট থাকবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img