পাকিস্তান সফর শেষে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। বাবর আজমদের বিপক্ষে সিরিজ শেষেই দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোনয়েন্টি সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরে ভারত যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। এক মাস আগেই ঘোষণা করা হয়েছে সেই সূচি। তবে এই সফরের আগেই বাংলাদেশের একটি ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পরিবর্তন আসছে ভারত-ইংল্যান্ড ম্যাচের ভেন্যুতেও।
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে বিসিসিআই। মঙ্গলবার এক বিবৃতিতে খবরটি জানিয়েছে বিসিসিআই। বিবৃতিতে বলা হয়, “ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ২০২৪ সালের ৬ অক্টোবর ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ড্রেসিংরুমে সংস্কার ও উন্নয়নকাজ চালানোয় ম্যাচটি গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে।”
গোয়ালিয়রে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ম্যাচটি হবে সদ্য নির্মাণ করা মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম। যেটি হতে যাচ্ছে এই ভেন্যুর প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আর ২০১০ সালের পর গোয়ালিয়র শহরে এটাই হবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। গত দুই বছরে ভেন্যু পরিবর্তনের কারণে ধর্মশালার বাইরে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে এটি। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ধর্মশালার আউটফিল্ডের কারণে ইন্দোরে আয়োজিত হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্ট।
এদিকে বাংলাদেশ-ভারত ম্যাচ ছাড়াও পরিবর্তন হচ্ছে ইংল্যান্ডের ভারত সফরের ভেন্যুও। ২০২৫ এর শুরুতে ইংল্যান্ড-ভারতের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু বদল করেছে বিসিসিআই।