১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

বাসিত আলীর দাবি, ‘বাবরের দুশমন আইসিসি’

- Advertisement -

আইসিসি চায় না বাবর আজম ভালো পারফর্ম করুক আর সেকারণেই ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তানি এ ব্যাটার। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে এমনটাই দাবি করেছেন পাকিস্তানের সাবকে ক্রিকেটার বাসিত আলী। সেই সাথে আইসিসিকে বাবরের ‘দুশমন’ বলেও উল্লেখ করেছেন তিনি।

আইসিসির সবশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে বাবর। শুবমান গিলকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছেন রোহিত শর্মা। শীর্ষ পাঁচে আছেন বিরাট কোহলি ও আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর।

২০২৩ সালের নভেম্বরের পর থেকে ওয়ানডে না খেলা বাবর কিভাবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকেন এমন প্রশ্ন তুলে বাসিত আলী বলেন, “আমার মনে হয়, আইসিসি চায় যাতে বাবর পারফর্ম না করুক। সে ওয়ানডেতে ১ নম্বর হয়েই খুশি থাকুক। এই র‍্যাঙ্কিংগুলো কারা করে? কিসের ভিত্তিতে বাবর আজম ও শুবমান গিল এখানে (শীর্ষে) থাকে!”

পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী

বাসিতের দাবি, এত দিন আগে ওয়ানডে খেলা কারও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা উচিত নয়। তিনি বলেন, “বাবরের শেষ ওয়ানডে ছিল বিশ্বকাপে। আমরা বিশ্বকাপে রাচিন রবীন্দ্র, কুইন্টন ডি কক, ট্রাভিস হেড ও বিরাট কোহলিকে দেখেছি। তারা তিন-চারটি করে সেঞ্চুরি করেছে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান সেঞ্চুরি করেছিল। বাবরের তো (সেঞ্চুরি) ছিল না। মাফ করেন। এ কী রকম র‍্যাঙ্কিং দিচ্ছে!”

বাসিত এখানেই থামেননি। আইসিসিকে বাবরের শত্রু হিসেবে মনে করছেন তিনি। সেই সাথে বাসিত মনে করেন, বাবর নিজেও র‌্যাঙ্কিংয়ে তাকে এক নম্বরে দেখতে চাইবেন না।

“বাবরের দুশমন তো হচ্ছে আইসিসি। বাবরকে জিজ্ঞাসা করলে সেও এখন ওয়ানডের ১ নম্বর হিসেবে অন্য কারও নাম বলবে, নিজের নাম বলবে না”– বলছিলেন বাসিত আলী

তবে বাসিতের এমন অভিযোগের সাথে একমত হওয়ার কোনো সুযোগ নেই। র‌্যাঙ্কিংয়ের বিষয়টি সয়ংক্রিয়ভাবে কাজ করে। এটি মূলত কোনো খেলোয়াড়ের সমন্বিত পারফর্ম্যান্সের ওপর ভিত্তি করে তৈরী করা। এছাড়াও ওয়ানডে বিশ্বকাপের পর থেকে দলগুলো খুব একটা ওয়ানডে না খেলাও বাবরের শীর্ষে থাকার অন্যতম কারণ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img