১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

শরীফুলের স্বপ্নের উইকেট বাবর

- Advertisement -

বাবর আজম স্বপ্নের উইকেট বলে মন্তব্য করেছেন শরীফুল ইসলাম। বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ টেস্ট দল। সেখানেই শুক্রবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন টাইগার পেসার।

শরীফুল বলেন, “আমার স্বপ্নের উইকেট বাবর আজম। আমি যদি তার উইকেট পাই খুব খুশি হব। আমি তার সঙ্গে শেষ এলপিএল খেলেছি। উনি খুব ভালো মানুষও। বাবর আজম সবচেয়ে কঠিন ব্যাটার হবে। আমাদের তাকে তাড়াতাড়ি ফেরাতে হবে”

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেখানের উইকেটে ঘাস থাকার সম্ভাবনাই বেশি মনে করা হচ্ছে। উইকেটে কিছুটা ঘাস ও সিম মুভমেন্ট প্রত্যেক পেসারের চাওয়া।

“প্রথমত আমি এখনও রাউয়ালপিন্ডির উইকেট দেখিনি। আমি শুনেছি তারা কিছু ঘাস রেখেছে উইকেটে। আমরা আশা করছি ঘাস থাকবে। প্রত্যেক পেস বোলারই কিছুটা ঘাস ও সিম মুভমেন্ট থাকা পছন্দ করে। এটা পেসারদের জন্য ভালো”– বলছিলেন শরীফুল

বাবরের উইকেট নিতে চান শরীফুল

পাকিস্তান দলে বাবর ছাড়াও অনেক বিশ্বমানের ব্যাটার আছে, যার ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন। তবে ওসব নিয়ে ভাবছেন না শরীফুল। টাইগার স্কোয়াডে তাদের আটকে দেওয়ার মতো বোলার আছে এমনটাই মনে করছেন বাঁহাতি এ পেসার।

শরীফুল বলেন, “তারা বিশ্বমানের ব্যাটার। কিন্তু আমাদের ভালো বোলিং অ্যাটাক আছে। আমাদের তাদের সঙ্গে লড়তে হবে। আমাদের জন্য কাজটা কঠিন, কারণ তাদের ঘরের মাঠ। কিন্তু আমাদের তাদের সঙ্গে লড়তে হবে, কীভাবে তাদের আউট করা যায় (উপায়), খুঁজে বের করতে হবে”

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলনে টাইগাররা

দীর্ঘদিন পর টেস্ট খেলবে বাংলাদেশ দল। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের পর আর এই ফরম্যাটে খেলেনি টাইগাররা। লাল বলের ক্রিকেটে মানিয়ে নেওয়ার জন্য বেশ আগে থেকেই পাকিস্তানে অনুশীলন করছেন ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছেন না শরীফুল।

তিনি বলেন, “আমার মনে হয় লাল বলের জন্য লম্বা সময় পর প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের মানিয়ে নিতে হবে। আমার আরও কিছুদিন সময় হাতে আছে। আমার আরও কিছু প্রস্তুতি নিতে হবে ফিটনেস ও বোলিং ওয়ার্কলোড নিয়ে। আমার মনে হয় প্রায় সম্পূর্ণ হয়ে গেছে প্রস্তুতি”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img