১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

বিসিবি সভাপতির পদত্যাগের বিষয়ে অফিশিয়ালি বক্তব্য পাইনি: আসিফ মাহমুদ

- Advertisement -

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পটভূমি পরিবর্তন হওয়ার পর থেকেই দেখা যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে। এরই মধ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে বিসিবি সভাপতি পদ থেকে পদত্যাগ করতে রাজি পাপন। তবে এই ব্যাপারে অফিশিয়ালি এখনো কোন নিশ্চিত বক্তব্য পাননি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, “বিসিবির ডিরেক্টর ও সভাপতির পদত্যাগের বিষয়ে আমি মিডিয়াতে শুনেছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোন অফিশিয়াল বক্তব্য বা নিশ্চয়তা পাইনি।”

তবে এ বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন আসিফ। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে। সাবেক ক্রিকেটারদের এ বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর জন্য বলেছি।“

পরিবারসহ বর্তমানে লন্ডনে আছেন পাপন। গঠনতন্ত্র অনুযায়ী পদত্যাগ করতে চাইলে বিষয়টি পাপনকে লিখিত আকারে জানাতে হবে বোর্ডকে। যেটি পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করতে হবে। সভা ডাকতে হবে সভাপতিকেই, যা তিনি দেশের বাইরে থেকেও করতে পারবেন। প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সভা ডেকে উপস্থিত যে কোনো একজন পরিচালক সভাপতিত্ব করতে পারবেন। জানা গেছে, পাপন পদত্যাগপত্র পাঠালে এই সভা ডাকা হবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img