২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে পাত্তাই পেল না আকবর-শামীমরা

- Advertisement -

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ৩২ রানে হেরেছে বিসিবি হাইপারফর্ম্যান্স (এইচপি) দল।

স্ট্রাইকার্সের দেওয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এইচপিকে ভালো শুরু এনে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম ও জিসান আলম। পুরো টুর্নামেন্টে বাজে সময় পার করা তানজিদ খেলছিলেন দারুণ। তাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন জিসান। তবে আম্পায়ারের ভুলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ডানহাতি এ ব্যাটার। তার আগে ১৯ বলে করেছেন ১৮ রান।

তিনে এসে বেশিক্ষণ টিকতে পারেননি পারভেজ হোসেন ইমন। তবে আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন তামিম। দলীয় ৭৩ রানের মাথায় তামিম আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলে পথ হারায় এইচপি। আউট হওয়ার আগে ২৯ বলে ৩৫ রান করেছেন বাঁহাতি এ ওপেনার।

ফাইনালে যুবা বোলাররা সুবিধা করতে পারেননি

৭৩ থেকে ৯২, এই ১৯ রানের মধ্যেই ৫ উইকেট হারায় এইচপি দল। তাতেই লড়াই থেকে ছিটকে যায় তারা। এরপরও চেষ্টা করেছিলেন মাহফুজুর রহমান রাব্বি। তবে তার ১৯ বলে ২১ রানের ইনিংসটি এইচপির হারের ব্যবধানই কমাতে পেরেছে শুধু।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে টম ও’কনেলের ফিফটিতে ১৬৯ রানের সংগ্রহ পায় স্ট্রাইকার্স। ৩৩ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন টম। এছাড়াও অধিনায়ক লিয়াম স্কট ১৮ বলে ৩০, রায়ান কিং ১৯ বলে ৩৫ রান করেছেন। স্যাম রাহেলি ১৩ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন।

এইচপির হয়ে ২টি উইকেট শিকার করলেও বেশ খরুচে ছিলেন রিপন মন্ডল। ৪ ওভারে এই পেসার দিয়েছেন ৩৭ রান। আবু হায়দার রনি সমান ওভারে ৪৬ রান খরচ করেছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img