টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের এক ওভারে ৩৯ রানের রেকর্ড গড়েছেন সামোয়ান ব্যাটসম্যান দারিয়াস ভিসার। মঙ্গলবার অপিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্বে ভানুয়াতুর বিপক্ষে এক ওভারে সর্বোচ্চ রানে রেকর্ড গড়েছেন তিনি।
ক্যারিয়ারে তৃতীয় টি-টোয়েন্টিতে ভানুয়াতুর বিপক্ষে ব্যাট করতে নেমে ইনিংসের ১৫তম ওভারে নলিন নিপিকোর বলে ছয়টি ছক্কা মেরেছেন ২৮ বছর বয়সী দারিয়াস। প্রথম তিন বলে ডিপ মিডউইকেট দিয়ে তিনটি ছক্কা হাকান দারিয়াস। তৃতীয় বলটি ছিল নো-বল। ফ্রি-হিটের সুযোগ কাজে লাগিয়ে আবারও বল উড়িয়ে পাঠান বাউন্ডারির বাইরে।
চতুর্থ বলটি নো-বল ছিল যেখানে কোন রান নিতে পারেননি তিনি। চতুর্থ বৈধ বলে আবারও ছক্কা হাঁকান সামোয়ান ব্যাটার। পঞ্চম বলটি ডট হলেও ওভারের তৃতীয় নো-বলে ছক্কার পাশাপাশি ফ্রি হিটে আরও একটি ছক্কা হাঁকান এই ব্যাটার। আর তাতেই ভেঙে যায় পুরোনো রেকর্ড।
এর আগে টি-টোয়েন্টিতে এক ওভারে ছয়টি ছয় মেরে ৩৬ রান করার রেকর্ড আছে তিন ক্রিকেটারের। প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বলে এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন ভারতের যুবরাজ সিং। ২০২১ সালে শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়ার বলে সেই কৃতিত্বের পুনরাবৃত্তি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। এছাড়া এক ওভারে ৩৬ রানের রেকর্ড আছে নেপালের দীপেন্দ্র সিং আইরিও।