১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

সাকিব পেশাদার ক্রিকেটার, আমরা তাকে সেভাবেই ট্রিট করি: শান্ত

- Advertisement -

গত ৫ আগস্ট সরকারের পদত্যাগের ফলে সংসদ সদস্য পদ হারিয়েছেন সাকিব আল হাসান। তবে সেই ঘটনা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে টাইগার অলরাউন্ডারের পারফর্ম্যান্সে পড়বে না বলে মন্তব্য করেছেন নাজমুল হোসেন শান্ত। সেই সাথে সাকিবকে তারা রাজনৈতিক ব্যক্তিত্ব নয় ক্রিকেটার হিসেবেই ট্রিট করেন বলে জানিয়েছেন তিনি।

শান্ত বলেন, “রাজনীতির কারণে সাকিবের পারফর্ম্যান্সে প্রভাব পড়বে না। সে পেশাদার ক্রিকেটার এবং আমরা তাকে সেভাবেই ট্রিট করি। তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে ভাবছি না। সে নিজের দায়িত্ব সম্পর্কে জানে এবং কিভাবে প্রস্তুত হতে হয়। আশা করছি, এই সিরিজে সে বিশেষ কিছু করবে”

জাতীয় অন্দোলন নিয়েও কথা বলেছেন শান্ত। আন্দোলনের সময়টা খুবই টাফ ছিল বলে মনে করেন তিনি। তবে সেসব নিয়ে বসে থাকতে চান না তিনি। শান্ত আশা করছেন, তাদের সামনের খেলাগুলো যেন ঠিকঠাকভাবে হয় এবং ভবিষ্যতের দিনগুলো যেন ভালোভাবে কাটাতে পারেন।

পাকিস্তান সিরিজে সাকিব স্পেশাল কিছু করবে বলে বিশ্বাস শান্তর

“লাস্ট কয়েকদিন খুবই টাফ টাইম গেছে আমাদের সবারই। দুঃখজনক সবাই খুবই স্ট্রাগল করেছে। যেটা আমরা কেউই আশা করি না। কিন্তু যেটা হয়ে গেছে ওটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই, সামনের দিকে আগাতে হবে। যে পরিস্থিতিটা ছিল সেটা প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষের জন্য কঠিন ছিল। আশা করছি সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে কাটাতে পারব। প্লেয়ার হিসেবে চাই যে, আমাদের খেলাগুলো ঠিকভাবে হোক”– শান্ত

আগামীকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজে টাইগারদের খুব ভালো সুযোগ দেখছেন শান্ত। বাবর আজম-শান মাসুদদের বিপক্ষে নিজের দলকে নিয়ে বেশ আত্ববিশ্বাসী টাইগার অধিনায়ক।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img