১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

ইসলামাবাদে টস হেরে আগে ব্যাটিংয়ে ‘এ’ দল

- Advertisement -

মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হওয়ার কথা পাকিস্তান শাহীনস ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচ। কিন্তু তুমুল বৃষ্টির কারণে অনুষ্ঠিত হতে পারেনি টসও। পরে বৃষ্টি কমলেও ভেজা আউট ফিল্ডের কারণে শেষ পর্যন্ত প্রথম দিনের খেলা বাতিল ঘোষণা করেন ম্যাচ রেফারি। খেলা মাঠে গড়ায়নি দ্বিতীয় দিনও।

অবশেষে দ্বিতীয় চারদিনের ম্যাচ শুরু হয়েছে ৩য় দিনে এসে। টসে জিতে বাংলাদেশ ‘এ’ দলকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান শাহীনস অধিনায়ক কামরান গুলাম। বাংলাদেশ ‘এ’ দলের একাদশে আছেন তাসকিন আহমেদ। আবহাওয়া অনুকূলে থাকলে আজ খেলা হবার কথা ৯৮ ওভার।

এর আগে বৃষ্টির বাধায় ড্র হয়েছিল প্রথম চারদিনের ম্যাচ। আবহাওয়ার পুরোপুরি বাতিল করতে হয়েছিলো মাঝে একটি দিনের খেলা। এছাড়া বৃষ্টি বাগড়া ছিল অন্য দিনগুলোতেও।

বাংলাদেশ ‘এ’ দল: এনামুল হক বিজয় (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, হাসান মুরাদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রুয়েল মিয়া, তাওহীদ হৃদয়

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img