১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

ম্যান অব দ্য ম্যাচের অর্থ বন্যার্তদের দেবেন মুশফিক

- Advertisement -

পাকিস্তানের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের জয়ের অন্যতম নায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৯১ রানের ইনিংস খেলে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। তবে ম্যান অব দ্য ম্যাচের অর্থ নিজের পকেটে তুলবেন না ডানহাতি এ ব্যাটার। বন্যার্তদের এই অর্থ দেওয়ার ঘোষনা দিয়েছেন মুশফিক।

আকস্মিক বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালীসহ বেশ কয়েকটি জেলা। সেখানে মানবেতর জীবন-যাপন করছে মানুষজন। অনেক মানুষের বন্যায় নিহত হওয়ার কথাও শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন দেশের প্রতিটি অঞ্চলের মানুষ। অনেক সরকারী ও বেসরকারী চাকুরীজীবি মানুষরা তাদের মাসের একদিনের বেতন বন্যার্তদের দিয়ে দিচ্ছেন।

বন্যার্তদের পাশে থাকতে ফেসবুকে অনেক ক্রিকেটারকেই সরব দেখা গেছে। এবার দেশের মানুষের পাশে দাঁড়ালেন মুশফিকও। ম্যাচসেরা হয়ে ডানহাতি এ ব্যাটার পেয়েছেন ৩ লাখ পাকিস্তানি রুপি বা প্রায় ১ লাখ ২৮ হাজার ৭১৫ টাকা।

ম্যাচ শেষে মুশফিক বলেন, “বাজিদ ভাই, আমার দলের অনুরোধে এই প্রাইজমানি বন্যার্তদের দান করতে চাই। আমি দেশের সবাইকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে সবাই যাতে এগিয়ে আসে।”

এদিকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়টি সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সকল শহিদদের উৎসর্গ করেছেন নাজমুল হোসেন শান্ত।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img