১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

‘পাকিস্তানে ক্রিকেটের কী হলো, সেখানে হচ্ছেটা কী?’

- Advertisement -

বাংলাদেশের কাছে প্রথম টেস্টে পাকিস্তানের হারের পর শান মাসুদ-বাবর আজমদের সমালোচনা করছেন অনেকেই। তাদের মধ্যে বেশিরভাগই সাবেক পাকিস্তানি ক্রিকেটার কিংবা ক্রিকেট বিশ্লেষক। এবার তাদের সাথে যোগ দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনও। তার প্রশ্ন, পাকিস্তানে হচ্ছেটা কী?

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে দশ উইকেটের ব্যবধানে জিতেছে বাংলাদেশ। অনেকেই মনে করছেন নাজমুল হোসেন শান্তর দলকে হালকাভাবে নেওয়ার কারণে পাকিস্তানের এমন হার। কেউ কেউ পাকিস্তান ক্রিকেট বোর্ডে ঘনঘন পরিবর্তন ও নির্বাচক প্যানেলের পরিবর্তের দিকে আঙুল তুলছেন।

বাংলাদেশের কাছে পাকিস্তানের হারের পর ‘এক্সে’ এক পোস্টে পিটারসেন লিখেছেন, “পাকিস্তানে ক্রিকেটের কী হলো? আমি যখন পিএসএলে খেলেছি, ওই লিগের মান দুর্দান্ত ছিল। খেলোয়াড়দের কর্মনীতি দারুণ ছিল, উঠতি তরুণেরা ছিল জাদুময়ী। সেখানে হচ্ছেটা কী?”

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন

সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজদের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট অন্যতম বাজে সময় পার করছে এমনটা বুঝাতে চেয়েছেন পিটারসেন। তবে অনেকেই মনে করছেন তিন-চার বছর আগে থেকেই পাকিস্তান ক্রিকেটের বাজে অবস্থা চলছে।

মাসুদ অধিনায়ক হওয়ার পর থেকে টানা চার ম্যাচে হেরেছে পাকিস্তান। নয় ম্যাচ ধরে টেস্টে জয় পায়নি শাহিন শাহ আফ্রিদি-মোহাম্মদ রিজওয়ানরা।

আগামী ৩০ আগস্ট দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। দেখা যাক, দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে পারে কিনা মাসুদের দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img