পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে শান মাসুদদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশকে হালকাভাবে নেওয়ায় ঘরের মাঠে পাকিস্তান বাজেভাবে হেরেছে এমনটাই মনে করছেন অনেকে। তবে বাংলাদেশের জয়ের কৃতিত্বটা পুরো দলকে দিয়েছেন সাবেক কোচ নাজমুল আবেদীন ফাহিম।
সোমবার মিরপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশকে দেখে মনে হচ্ছিল খুব ডিটারমাইন্ড একটা দল। বিশেষ করে প্রথম ইনিংসে চারশো প্লাস রান চেজ করতে গিয়ে প্রথম যে চিন্তাটা আসে, ফলোঅন এভোয়েড করতে পারবো কি না। নেগেটিভ চিন্তাগুলো একটু বেশি আসে। কারণ রিসেন্ট পাস্টে আমাদের পারফর্ম্যান্স খুব বেশি ভালো ছিল না। কিন্তু পুরো কৃতিত্ব দল এবং খেলোয়াড়দের।”
প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫৬৫ রানে থামে বাংলাদেশ। মুশফিকুর রহিম খেলেছেন ১৯১ রানের অনবদ্য এক ইনিংস। আলাদা করে সেই ইনিংসের প্রশংসাও করেছেন ফাহিম। তবে বোলারদের প্রশংসা করতেও ভুল করেননি তিনি।
“মুশফিকের ১৯১ রানের ইনিংসটা আমাদেরকে একটা উইনিং পজিশন দিয়েছে। একই সময়ে এটাও সত্য যে দশটা উইকেট নিতে হতো আমাদেরকে, আমরা যদি ম্যাচ জিততে চাইতাম। সেই দশটা উইকেট নেওয়ার মত শক্তি আমাদের ছিল কি না? অনেক সময় এইরকম জায়গায় এসে আমরা জিততে পারিনি এমনকি হেরেও গেছি আমরা। বোলারদেরকে কৃতিত্ব দিতে হবে। কারণ পেস বোলার, স্পিনার সবাই কিন্তু কন্ট্রিবিউট করেছে কোথাও না কোথাও। এটা দলীয় অবদান ছিল।” -বলেছেন ফাহিম
বাংলাদেশের কাছে হারের পর সমালোচনার ঝড় বইছে পাকিস্তান ক্রিকেটে। শান মাসুদদের ব্যর্থতার কড়া সমালোচনা করেছেন রমিজ রাজা, শহীদ আফ্রিদি ও কামরান আকমলরা। এমনকি ঘরের মাঠে পাকিস্তানের এমন বাজে হার নিয়ে উপহাস করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।