টেস্টে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। শান মাসুদ-বাবর আজমদের বিপক্ষে এ জয়ে ব্যাটাররা যেমন ভূমিকা রেখেছেন, বল হাতে অবদান ছিল মেহেদী মিরাজ-সাকিব আল হাসানদেরও। নিঁখুত ছিল টাইগারদের ফিল্ডিংও। তবে প্রথম টেস্টে একটু বেশি ভালো খেলায় পরের ম্যাচে সেটা বজায় রাখা কঠিন হবে বলে মনে করছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
দেশের প্রথম সারির গণমাধ্যম ‘প্রথম আলো’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রথম টেস্টে আমরা একটু বেশিই ভালো খেলে ফেলেছি। এরকম খেলা কিন্তু সব সময় সহজ হবে না। ছেলেদের এখন সেই কঠিন কাজটাই করে দেখাতে হবে।”
নিজেদের ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে হারের পর ব্যাপক সমালোচনা হচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের। সমালোচকদের বেশিরভাগই সে দেশের সাবেক ক্রিকেটার। সেই সমালোচনার জবাব দিতে দ্বিতীয় টেস্টেই রুখে দাঁড়াতে চাইবে বাবর আজমরা। সে কারণে পরের ম্যাচে নিজেদের ফর্ম ধরে রেখে ভালো কিছু করার বিকল্প দেখছেন না লিপু।
দলের প্রধান নির্বাচক বলেন, “এটা ঠিক যে প্রথম টেস্টে হেরে পাকিস্তান মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকবে। এখানে ওদের অনেক সমালোচনাও হচ্ছে। আবার একইভাবে পরের টেস্টে তারা ভালোভাবে ঘুরেও দাঁড়াতে চাইবে। বাবর আজম এই টেস্টে কিছু করতে পারেনি। সেই জেদ থেকে পরের টেস্টেও যদি বড় কিছু করে ফেলে, অবাক হব না।”
একই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামী ৩০ আগস্ট পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে সিরিজ জেতার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ।