রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনে হানা দিয়েছিল বৃষ্টি। যার কারণে খেলা শুরু হতে হয়েছিল দেরি। দ্বিতীয় টেস্টেও প্রথম দিনে বৃষ্টি বাগড়া দিয়েছে। যার কারণে নির্ধারিত সময়ে হয়নি টস।
শুক্রবার বৃষ্টি হতে পারে এমন শঙ্কা আগে থেকেই ছিল। সেটিই সত্যি হয়েছে, রাওয়ালপিন্ডিতে হচ্ছে বৃষ্টি। যার কারণে পিচ ও আউটফিল্ডের অনেকটা অংশজুড়ে ঢেকে রাখা হয়েছে। বৃষ্টি থামার পর টস কখন হবে, এখন সেই অপেক্ষা।
টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলের সামনে এখন সুযোগ সিরিজও নিজেদের করে নেওয়ার। দ্বিতীয় টেস্টে জয় কিংবা হার এড়ালেই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা।
গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তান তাদের একাদশ ঘোষণা করেছে। যেখানে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি, সুযোগ পেয়েছেন স্পিনার আবরার আহমেদ।