১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

১০ দিনের জন্য মাঠের বাইরে শরীফুল

- Advertisement -

চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলছেন না শরীফুল ইসলাম। টসের সময় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান হালকা চোটে পড়েছেন শরীফুল। তবে একটু পরেই বিসিবি বিবৃতি দিয়ে জানিয়েছে, গ্রোইন স্ট্রেইনের চোটের কারণে দশ দিনের জন্য মাঠের বাইরে থাকবেন টাইগার এ পেসার।

শান মাসুদ-বাবর আজমদের বিপক্ষে প্রথম টেস্ট খেলার পরেই ইনজুরিতে পড়েন শরীফুল। এরপর পাকিস্তানে বাঁহাতি এ পেসারের এমআরআই করানো হয়। সেখানে তার ইনজুরি ধরা পড়ে। এরপর রিহ্যাব শুরু করেছেন তিনি। দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে না খেললেও দলের সাথেই আছেন শরীফুল।

তার চোটের বিষয়ে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, “প্রথম টেস্ট শেষ হওয়ার পরই শরীফুলকে এমআরআই করানো হয়। তার গ্রেড-১ এর অ্যাডাক্টর স্ট্রেইন ধরা পড়েছে। অন্তত দশদিন লাগবে তার এই ইনজুরি থেকে ঠিক হতে। সে ইতিমধ্যে রিহ্যাব শুরু করেছে।”

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানকে দশ উইকেটে হারানোর ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন শরীফুল। দুই ইনিংস মিলিয়ে তিন উইকেট শিকার করেন টাইগার এ পেসার।

পাকিস্তান সিরিজের পর দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারতে যাবে বাংলাদেশ দল। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের আগেই ইনজুরি থেকে সেরে উঠবেন শরীফুল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img