২৬ রানের মধ্যে নেই ৬ উইকেট। উইকেটে আসা লিটন কুমার দাশ ও মেহেদী হাসান মিরাজের মাথায় যেন এক পাহাড় সমান চাপ। তবে ঘাবড়ে যাননি দুই টাইগার ব্যাটার। চাপকে সাহস বানিয়ে হাল ধরেছেন বাংলাদেশের। দায়িত্বশীল ব্যাটিং করে টাইগারদের ফলোঅন থেকে তো বাঁচিয়েছেন। সেই সাথে সমর্থকদের বড় সংগ্রহের আশাও দেখাচ্ছিলেন। তবে হঠাৎ ছন্দপতন ঘটেছে, এলকেডিকে রেখে প্যাভিলিয়নে ফিরেছেন মিরাজ।
অথচ বিনা উইকেটে ১০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। প্রথম সেশনেই খেই হারিয়েছে টাইগাররা। ১৪ থেকে ২৬, এই ১২ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।
দিনের শুরুতে জীবন পাওয়া জাকির হাসান খুররম শেহজাদের বলে স্ক্যায়ার লেগে আবরার আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। গতকাল শূন্য রানে জীবন পাওয়া সাদমান ইসলামও পারেননি বড় ইনিংস খেলতে। শেহজাদের বলে বোল্ড হওয়ার আগে ২৩ বলে করেছেন ১০ রান।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আরও একবার দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন। শেহজাদের ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। গত ম্যাচে প্রথম ইনিংসে ফিফটি করা মুমিনুল হক উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানও পারেননি তেমন কিছু করতে। উল্টো ছয় উইকেট হারিয়ে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ।
সেখান থেকে দলকে উদ্ধার করেন লিটন-মিরাজ জুটি। দুজনেই প্রথমে পাকিস্তানি বোলারদের দেখেশুনে খেলেছেন। শেহজাদ-মীর হামজাদের বাজে বলের জন্য অপেক্ষা করেছেন। সেটি পেলে মেরেছেন বাউন্ডারি। ৮৩ বলে অর্ধশতক পূর্ণ করেন এলকেডি।
একটু পর ফিফটি করেন মিরাজও। টেস্টে এটি মিরাজের অষ্টম ফিফটি। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দিকেই ছুটছিলেন মিরাজ। তবে খুররম শেহজাদের বলে মিস টাইমিংয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। তাতেই ভেঙেছে লিটনের সাথে তার ১৬৫ রানের জুটি। প্যাভিলিয়নে ফেরার আগে মিরাজের ব্যাট থেকে এসেচে ১২৪ বলে ৭৮ রান। প্রথম টেস্টর প্রথম ইনিংসে ৭৭ রান করেছিলেন মিরাজ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৯১ রান। লিটন অপরাজিত আছেন ৮২ রানে, তাসকিন আহমেদ এখনো রানের খাতা খুলতে পারেননি। বাংলাদেশ পিছিয়ে আছে ৮২ রানে।