৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মঈন আলীর অবসর

- Advertisement -

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ইংল্যান্ড দলে সুযোগ না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মেইলকে’ দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি নিশ্চিত করে মঈন বলেন, “আমার বয়স ৩৭। এই মাসে অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা পাইনি। ইংল্যান্ডের হয়ে আমি অনেক ম্যাচ খেলেছি। এবার পরের প্রজন্মের পালা যা আমাকে ইতোমধ্যেই বুঝিয়ে বলা হয়েছে। আমারও মনে হয়েছে এটা সঠিক সময়। আমি আমার কাজ শেষ করেছি।” 

তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন মঈন। ভবিষ্যতে কোচিংয়ে আসার পরিকল্পনাও আছে এই স্পিন বোলিং অলরাউন্ডারের।

“কোচিংয়ে আসতে চাই। এখানে অন্যতম সেরা হতে চাই। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। আশা করছি সবাই আমাকে মুক্ত চেতনার মানুষ হিসেবে চিনবে”- বলেছেন মঈন

টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নেওয়া মঈন ইংল্যান্ডের হয়ে ৬৮ টেস্টে উইকেট নিয়েছেন ২০৪টি, সেঞ্চুরি আছে ৫টি। ২০১৪ সালে অভিষেক হওয়ার পর ১৩৮ ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি খেলেছেন ৯২টি। সব ফরম্যাট মিলে তার সংগ্রহে ছিল ৬ হাজার ৬৭৮ রান, ৮ সেঞ্চুরি, ২৮টি হাফসেঞ্চুরি এবং ৩৬৬ উইকেট। অবসর নিয়ে ফেলায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়া ম্যাচটাই হয়ে থাকলো তার সর্বশেষ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img