কয়েক ঘন্টার ব্যবধানে হারের কষ্টটা সমানভাবে উপলব্ধি করল ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। মঙ্গলবার রাতে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুই দলই হেরেছে নিজ নিজ প্রতিপক্ষের কাছে। ঘরের মাঠে আর্জেন্টাইনদের ২-১ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে কলম্বিয়ানরা। প্যারাগুয়ের মাঠে ১-০ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
বাংলাদেশ সময় রাত আড়াইটায় এস্তাদিও মেত্রোপলিতানো রবের্তো মেলেনদেজে ৪৭ হাজার দর্শকদের সামনে লিওনেল স্কালোনির দলকে ২–১ গোলে হারিয়েছে স্বাগতিক কলম্বিয়া। দলের হয়ে গোল দুটি করেছে হামেস রদ্রিগেস ও ইয়েরসন মোসকেরা। আর্জেন্টিনার একমাত্র গোলটি করেন নিকোলাস গঞ্জালেজ।
অপরদিকে আর্জেন্টিনার মতো হার নিয়েই মাঠ ছেড়েছে নেইমারবিহীন ব্রাজিল। দিয়াগো গোমেজের একমাত্র গোলে প্যারাগুয়ে জয়ের দেখা পেয়েছে। বিশ্বকাপ বাছাইপর্ব শেষ পাঁচ ম্যাচে এটি ব্রাজিলের চতুর্থ হার। বাংলাদেশ সময় সকাল ৬:৩০টায় বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হারে দরিভাল জুনিয়রের দল।
টানা ১২ ম্যাচ পর হারের দেখা পেলেও ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বাছাইপর্বে তালিকার শীর্ষেই থাকছে আর্জেন্টিনা। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কলম্বিয়া। সমান সংখ্যক ম্যাচ খেলে ব্রাজিল আছে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে।