২২ ডিসেম্বর ২০২৪, রবিবার

নারী বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

- Advertisement -

অক্টোবরে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা থাকলেও রাজনৈতিক কারণে সেই স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের বাংলাদেশ থেকে টুর্নামেন্টটি সরিয়ে সংযুক্ত আরব-আমিরাতে আয়জনের সিদ্ধান্ত নেয় আইসিসি। সেই টুর্নামেন্টের জন্য ভিন্ন আঙ্গিকে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

বুধবার বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুবহানা মোস্তারি, রাবেয়া আক্তার, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রাণী, দিশা বিশ্বাস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img