৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার

হাসানের ‘তিন’, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভারত

- Advertisement -

চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে পেসার হাসান মাহমুদের বোলিং তোপে তছনছ ভারতের টপ অর্ডার। প্রথম সেশনেই সাজঘরে ফিরেছেন রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলি। প্রথম সেশনে ২৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলেছে ভারত। ক্রিজে ৩৭ রানে অপরাজিত যশস্বী জয়সোয়াল ও ঋষভ পন্ত করেছেন ৩৩। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি গড়েছেন দুজন।

বৃহস্পতিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্বাগতিকদের হয়ে ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা ও যশস্বী জয়সাওয়াল। শুরু থেকেই হাসান মাহমুদের বল অস্বস্তি নিয়ে খেলছিলেন রোহিত শর্মা। চতুর্থ ওভারে এলবিডব্লিউ হওয়া থেকে বেঁচে যান আম্পায়ার্স কলে। তবে বেশিক্ষণ টিকতে পারেননি রোহিত। ষষ্ঠ ওভারের প্রথম বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভারতের অধিনায়ক (১০ বলে ৬)।

এরপর শুভমান গিলকেও শূন্য রানে ফিরিয়েছেন হাসান মাহমুদ। অষ্টম ওভারে তার লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ হন গিল।

রোহিত শর্মা ও শুবমান গিলের বিরাট কোহলিকেও ফিরিয়েছেন হাসান। ১০ম ওভারে অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ দেন কোহলি। ৬ বলে ৬ রানে আউট তিনি।

তবে হাসান ছাড়া সুবিধা করে উঠতে পারেননি বাকি বোলারদের কেউই। মধ্যাহ্ন বিরতির আগে ৯ ওভারে ৩৩ রান দিয়েছেন তাসকিন আহমেদ। ৪ ওভারে ২১ রান দিয়েছেন অপর পেসার নাহিদ রান। ৩ ওভারে ১৫ রান দিয়েছেন পাকিস্তানে সিরিজসেরা মেহেদী হাসান মিরাজ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img